/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Tuesday 28 January 2025
2023-07-05 | দিনহাটা ,করোনা,, | উত্তরের হাওয়া | Views : 166
উত্তরের হাওয়া, দিনহাটা, ৫ জুলাই: ভোটের আগে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে দিনহাটা বিধানসভার গিতালদহ। এবার সেই গিতালদহে বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক । বুধবার দুপুরে গিতালদহের বিভিন্ন এলাকায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করেন তিনি। এদিন সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায় সহ স্হানীয় নেতৃত্ব। নির্বাচনের হাতে মাত্র আর তিনটি দিন রয়েছে এবং প্রচারের প্রায় শেষ দিন বলা চলে। সেই জায়গায় দাড়িয়ে সীমান্ত এলাকায় পৌঁছে গিয়ে সাধারণ মানুষের কাছে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করলেন কেন্দ্রীয় মন্ত্রী। দলীয় প্রার্থীদের সমর্থনে সংশ্লিষ্ট ওই এলাকায় ভোট প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী আসায় খুশি স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং দলীয় কর্মীরা।
# | message |
---|