Wednesday 9 July 2025
2024-12-17 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১৭ ডিসেম্বর: পাকার মাথা বটতলা এলাকায় খড়ের গাদায় আগুন, ঘটনাস্থলে দমকলের বাহিনী। এলাকায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বেলা আড়াইটা নাগাদ দিনহাটা ২ নং ব্লকের কিয়ামত দশগ্রাম গ্রামপঞ্চায়েতের এলাকার সুভাষ দাস নামের এক ব্যক্তির খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার লোকজন দেখতে পেয়ে জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়, পরবর্তী সময়ে যখন আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তারপর পরে এলাকার লোকজন দিনহাটা দমকলে খবর দেন। দিনহাটা দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কি ভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি।