Sunday 25 January 2026

2024-04-09 | দিনহাটা ,রাজনীতি | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, দিনহাটা, ৯ এপ্রিল: সোমবার দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রামে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন শতাধিক মানুষ। এদিন রাত সাড়ে ৯টা নাগাদ স্হানীয় মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজেপির জনসংকল্প সভায় উপস্হিত ছিলেন নিশীথ। সেখানে নিশীথ ছাড়াও তাপস দাস, সুকুমার বর্মন, জীবেশ বিশ্বাস সহ স্হানীয় নেতৃত্ব উপস্হিত ছিলেন ।
