Monday 23 June 2025
2025-05-16 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১৬ মে: অবৈধ পশু পাচার রুখতে বড়সড় সাফল্য কোচবিহার জেলা পুলিশের। কোতোয়ালি থানা এবং টাপুরহাট ক্যাম্প টিম যৌথভাবে অভিযান চালিয়ে মোয়ামারির ছোট আঠারোকোঠা এলাকায় পাঁচটি উট উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোকসেদুল হকের ভাই আমিকুল হকের বাড়ির পিছনের দুটি পৃথক স্থানে এই উটগুলি গোপনে রাখা ছিল। গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার টিম অভিযান চালিয়ে পশুগুলি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এই উটগুলি অবৈধভাবে পাচার করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা। ইতিমধ্যেই পাঁচটি উট উদ্ধার করা হয়েছে এবং পুরো ঘটনাটি ঘিরে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। পুলিশ এই ধরনের পাচারচক্রকে নির্মূল করতে আরও তৎপর বলে জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় পশু পাচারের মতো কাজ আগেও ঘটেছে, তবে উট পাচারের ঘটনা অত্যন্ত বিরল, যা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।