Wednesday 9 July 2025
2024-03-16 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১৬ মার্চ: ভোটের দিনক্ষণ ঘোষনার ঠিক আগে দিনহাটা বিধানসভার অন্তর্গত দুটি রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা হয় শনিবার। এদিন দুপুরে দিনহাটা ২ ব্লকের কদমতলা থেকে দিনহাটা ১ ব্লকের নিগমনগর পর্যন্ত ৪ কিমি দীর্ঘ এবং দিনহাটা ২ ব্লকের বামনহাট ১ গ্রামপঞ্চায়েতের স্বাহ্যকেন্দ্র থেকে বামনহাট ২ গ্রামপঞ্চায়েতের মেদারঘাট পর্যন্ত ৪ কিমি দীর্ঘ রাস্তা দুটির কাজ শুরু হয়েছে। দুটি রাস্তার জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর।