Wednesday 9 July 2025
2024-02-23 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২২ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার দিনহাটা ১ ব্লকের দিনহাটা ভিলেজ ২ গ্রামপঞ্চায়েতের কৃষি ফার্ম সংলগ্ন এলাকায় পথদুর্ঘনায় আহত হলেন এক বাইক চালক। এদিন সকালে সংশ্লিষ্ট এলাকার সাহেবগঞ্জ রোডে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা মারে ওই যুবক। স্হানীয়রাই উদ্ধার করে তাকে দিনহাটা হাসপাতালে পাঠান। যুবকের পরিচয় জানা যায়নি। সে বর্তমানে চিকিৎসাধীন।