Sunday 25 January 2026

2024-04-11 | দিনহাটা ,রাজনীতি | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, দিনহাটা, ১১ এপ্রিল: সাম্প্রতিক প্রায় সব নির্বাচনেই শহরের ভোট ভুগিয়েছে তৃণমূল কংগ্রেসকে। সীমান্তের প্রতন্ত সংখালঘু অধ্যুষিত এলাকার মানুষ ঢেলে তৃণমূল কংগ্রেসের পাশে থাকলেও শহর ও শহর সংলগ্ন এলাকায় বরাবরই পিছিয়ে পড়েছে শাসকদল। এমন পরিস্হিতিতে লোকসভা ভোটের মুখে শহরবাসীর মন জয় করতে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার কর্মসুচি করলেন তৃনমুলের প্রার্থী জগদীশ বর্মা বসুনীয়া। বৃহস্পতিবার দিনহাটা শহরের বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগে বেরোন তিনি। সমর্থন করার অনুরোধ জানানোর পাশাপাশি ভোটারদের মন বুঝতেও চেষ্টা করেন তিনি।
