Sunday 25 January 2026

2023-07-05 | দিনহাটা ,রাজনীতি | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, দিনহাটা, ৫ জুলাই: দিনহাটার ছিট মদনা কুড়া এলাকায় সিপিআইএম প্রার্থী ফরিদা খাতুন বিবি ও দলীয় কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে তীর, বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। সেই ঘটনায় সিপিআইএমের প্রার্থী ফরিদা খাতুন বিবির ছোট দেওর মনোয়ার মিয়া তীর বিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুধু দলীয় প্রার্থীর বাড়িতে নয় দলীয় বেশ কয়েকজন কর্মী সমর্থকদের বাড়িতেও বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্ব অস্বীকার করেছেন। এদিকে সিপিআইএম নেতৃত্বের দাবি, ওই ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করলে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী পালিয়ে যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে বারবার দিনহাটা উত্তপ্ত হয়ে উঠছে। কখনো বোমাবাজি কিংবা কখনো দলীয় প্রার্থীর বাড়িতে হামলার ঘটনা সামনে আসছে। এবারও একই চিত্র দেখা গেল সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
