/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2024-10-16 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views : 336
উত্তরের হাওয়া, ১৬ অক্টোবর: কোচবিহার রাজ পরিবারের মহালক্ষ্মী পুজোকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে কোচবিহার মদনমোহন বাড়িতে৷ মদনমোহন বাড়ির কাঠামিয়া মন্দিরে শুরু হয়েছে দেবী মূর্তি নির্মাণের কাজ। রাজ পুরোহিত দিনেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, কোচবিহার মহারাজার নিয়ম নীতি মেনে চার হাতের লক্ষ্মীপূজো হবে একই গরিমায়। আজ রাত নটায় বসবে পুজো। রাজ আমলের রীতি মেনে আজও কোচবিহার রাজবাড়িতে মহালক্ষ্মীর পুজো হয়ে আসছে৷ দেবীমূর্তি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে৷ এবারেও মহালক্ষ্মী মূর্তি তৈরি করছেন প্রভাত চিত্রকার। মৃৎশিল্পী প্রভাত চিত্রকর বংশ পরম্পরায় বিগত ৩৩ বছর থেকে দেবী মহালক্ষ্মী চতুর্ভুজা মূর্তি তৈরি করে আসছেন৷ মৃৎশিল্পী প্রভাত চিত্রকর জানিয়েছেন যে, অন্যান্য মা লক্ষ্মীর মূর্তি থেকে এই মূর্তি একেবারেই আলাদা। প্রত্যেকের ঘরে গৃহ লক্ষী পূজিত হন যার বাহন থাকেন পেঁচা। মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দিরে মহালক্ষ্মীর মূর্তির চারদিকে চারটি হাতি দাঁড়িয়ে থাকেন৷ মহালক্ষী দেবীর গায়ের রং রক্তবর্ণা মহালক্ষীর সাথে গজরাজে বিরাজমান ইন্দ্র দেবের পূজা হয় এদিন। দেবত্র ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুজোয় বলি দেওয়া হবে কবুতর৷ বলি দিয়ে মহালক্ষ্মী পুজো রাজ আমল থেকেই হয়ে আসছে৷ রাজ পরিবারের মহালক্ষ্মী পুজোর পর অঞ্জলি দিতে ভিড় করেন সাধারণ মানুষ৷ বহু মানুষ ভোগ দিয়ে যান পুজোয়৷ রাজ আমলের রীতি মেনে পূজা হয় কোচবিহারের প্রায় ৪০০ বছর পুরনো রাজ পরিবারের মহালক্ষ্মীর। এক সময় কোচবিহারের রাজপ্রাসাদের এই মহালক্ষীর পূজো হলেও বর্তমানে এই মহালক্ষ্মী পুজো হয় কোচবিহার মদনমোহন মন্দিরে। কোজাগরী পূর্ণিমা তিথিতে একসময় রাজবাড়ীতেই মহালক্ষ্মীর পুজা হত। স্বয়ং মহারাজা ও রাজপরিবারের সদস্যরা অংশ নিতেন সেই পূজাতে। বর্তমানে এই পুজোর দায়িত্ব পালন করে কোচবিহার দেবত্র ট্রাস্টবোর্ড। রাজা বা রাজার রাজত্ব না থাকলেও সেই পুরনো নিয়ম মেনেই মহালক্ষ্মী পুজো আজও হয় ধুমধাম করেই। লক্ষ্মী পুজোর দিন পুজো দেখতে আজও ঢল নামে ভক্তদের। লক্ষ্মী পূজার দিন এই মহালক্ষ্মী পুজোতে জোড়া পায়রা নয়তো পাঠা বলি দিয়ে অন্নভোগ দেওয়ার রীতি রয়েছে এই রাজ আমলের পূজায়। কোচবিহারের রাজ পুরোহিত দিনেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, রাজ আমলের সমস্ত নিয়ম মেনেই এই মহালক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়। এই মহালক্ষীর পূজো প্রায় ৪০০ বছর পুরনো। একসময় রাজবাড়ীতেই এই মহালক্ষ্মীর পূজা হতো। সেই সময় মহারাজা নিজেই এই পুজোয় অংশগ্রহণ করতো। বর্তমানে মদনমোহন মন্দিরে সেই রাজ আমলের রীতি মেনেই পুজো হয়। বহু ভক্ত লক্ষ্মী পুজোর দিন মহালক্ষীর পূজা করতে মদনমোহন মন্দিরে আসেন। ভোগ নিবেদন এবং অঞ্জলির মাধ্যমে প্রায় ৫ ঘন্টা ধরে চলে এই পুজো।
# | message |
---|