/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />

Tuesday 22 April 2025





চওড়াহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে নজির গড়লেন মন্ত্রী উদয়ন গুহ

2025-03-15 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views : 7318


উত্তরের হাওয়া, ১৫ মার্চ: শনিবার ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেল চওড়া হাট বাজারের ১৮টি দোকান। প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। এই ভয়াবহ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নজির গড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই মন্ত্রী উদয়ন গুহ ঘটনাস্থলে ছুটে আসেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করেন। শুধু তাই নয়, তিনি জেলা শাসকের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত পুনর্গঠনের জন্য প্রশাসনিক তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন। জেলা শাসকের নির্দেশে আগামী সোমবার আরএমসির (RMC) আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে জানা যায়। মন্ত্রীর এমন তৎপরতায় ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, "সব হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম, কিন্তু মন্ত্রী উদয়ন গুহ আমাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি শুধু আশ্বাস দেননি, বাস্তবে পদক্ষেপ নিচ্ছেন, যা আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস দিচ্ছে।" স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের একাংশ বলছেন, উদয়ন গুহের এই মানবিক উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি শুধু সহানুভূতির বার্তা দেননি, বরং প্রশাসনিক স্তরে দ্রুত ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছেন, যা সাধারণ মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার প্রমাণ। একের পর এক উন্নয়নমূলক কাজ ও মানবিক উদ্যোগের মাধ্যমে উত্তরবঙ্গে জনমানসে শক্ত অবস্থান তৈরি করেছেন মন্ত্রী উদয়ন গুহ। চওড়া হাটের দুর্ঘটনায় তাঁর তাৎক্ষণিক পদক্ষেপ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার ফলে সাধারণ মানুষ তাঁর প্রতি আরও আস্থাশীল হয়ে উঠছেন। এই দুর্যোগে তিনি যে দ্রুততার সঙ্গে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন, তা তাঁর নেতৃত্বেরই প্রতিফলন। সাধারণ মানুষ মনে করছেন, উদয়ন গুহের হাত ধরে উত্তরবঙ্গের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।


# message




Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 1516137