/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2024-02-28 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views : 146
উত্তরের হাওয়া, ২৮ ফেব্রুয়ারি: কুসংস্কার রোধ করতে এবং বিজ্ঞান চেতনা বাড়াতে জাতীয় বিজ্ঞান দিবস পালন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনহাটায়। আজ দিনহাটার সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন- এর তরফ থেকে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। এদিন দিনহাটা রেলস্টেশন এলাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সিদ্ধেশ্বর সাহা, তিস্তা চন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নোবেল জয়ী পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমনের প্রতিকৃতিতে মাল্যদান ছাড়াও বিজ্ঞান বিষয়ক আলোচনা হয়। আজকের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্যক্তিবর্গ বলেন, নোবেল জয়ী প্রখ্যাত পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন। তিনি ১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারি ‘রমন এফেক্ট’ আবিষ্কার করেন। তার এই আবিষ্কার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। যা আমাদের দেশের পক্ষে সত্যিই গৌরবের। তাইতো ভারত সরকার এই দিনটিকে বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৮৭ সাল থেকে দিনটি দেশ জুড়ে বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছোটদের মধ্যে বিজ্ঞান বিষয়ক পুস্তিকা বিলি করা হয়।
# | message |
---|