Wednesday 9 July 2025
2024-01-12 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১২ জানুয়ারি: দীর্ঘ ১০বছর পর পুনরায় এক বিশাল নৈশকালীন ১৬দলীয় আউটডোর নকআউট ডবলস্ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজিত হল। গত ৯ এবং ১০ই জানুয়ারী ২০২৪এ বামনহাট ঢেপঢেপিরপাটে অনুষ্ঠিত হয় সেই টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী দীপককুমার ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিএমওএইচ কেশবচন্দ্র রায়। সাহেবগঞ্জ থানার সাব ইন্সপেকটর রাহুল ওঁরাও সহ আরো অনেকেই। এই খেলা কে ঘিরে সেখানে উপচে পড়া ভীড় লক্ষ করা যায়। টুর্নামেন্টের মূল আকর্ষন ছিল বিভিন্ন বহিরাগত দল যেমন কুচবিহার,তুফানগঞ্জ,সিতাই,শীতলকুচি,দিনহাটা,মারুগঞ্জ ইত্যদি জায়গার রাজ্য এবং জেলাস্তরের খেলোয়ারদের দূরন্ত উচ্চমানের খেলা।টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সিতাইয়ের শুভময়-প্রশান্ত জুটি এবং রানার্স আপ হয় কুচবিহারের অরিন্দম-দেবু জুটি।ম্যান অফ দা টুর্নামেন্ট হয় প্রশান্ত।