Wednesday 9 July 2025
2023-07-06 | দিনহাটা ,রাজনীতি , | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, দিনহাটা, ৬ জুলাই : পঞ্চায়েত ভোটের শেষ দিনের প্রচারে বৃহস্পতিবার কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন দুপুর ১২টা থেকে বুড়িরহাট ২ গ্রামপঞ্চায়েতের বাসন্তীরহাট, নাজিরহাট ২ গ্রামপঞ্চায়েতের শালমারা সহ বিভিন্ন এলাকায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়, জেলা বিজেপির সম্পাদক জীবেশ বিশ্বাস সহ স্হানীয় নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন । মূলত সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি নির্বাচনী মিছিলের মধ্য দিয়ে প্রচার সারলেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি সকলকে নির্বাচনের দিন নিজের গণতান্ত্রিক ভোটাধিকার প্রদানের আবেদন জানান। সংবাদমাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ভয়ে দেউলিয়া হয়ে গিয়েছে তাই তাদের ভোট প্রচারের অস্ত্র তৃণমূলের হার্মাদ বাহিনীর বোমাবাজি এবং হুমকি। তবে শালমারা এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী ঢোকার পূর্বে সেখানে পৌঁছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সংগঠনের একনিষ্ঠ কর্মীদের নিয়ে বৈঠক সারেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তবে কেন্দ্রীয় মন্ত্রী ঢোকার আগেই রাজনৈতিক কর্মসূচি থাকার দরুন সেখান থেকে বেরিয়ে যান উদয়ন গুহ। এদিকে এদিন নিশীথ প্রামানিকের নির্বাচনী মিছিলে অংশ নেওয়া বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকার মধ্যে লাঠি এবং কাঠের টুকরো নিয়ে এসেছে বলে অভিযোগ করেন তৃণমূলের নাজরিহাট ২ অঞ্চল সভাপতি মনভোলা রায়। তিনি আরও বলেন, পঞ্চায়েত নির্বাচনের মত নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রীকে নির্বাচনী প্রচারে আসতে হচ্ছে এটা লজ্জার। তারা ধমকি দিতেই এসেছে,কিন্তু সাধারণ মানুষ ধমকি তে ভয় পায় না, তারা জানে বিজেপিকে কিভাবে উচ্ছেদ করতে হয়।