Wednesday 9 July 2025
2025-05-14 | কোচবিহার,রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১৪ মেঃ গত ১৩ই মে ২০২৫ তারিখে চাষট্টি (চাষা) জনগোষ্ঠীর ওবিসি অন্তর্ভুক্তি সংক্রান্ত হিয়ারিং অনুষ্ঠিত হয়। এই জনগোষ্ঠীর পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও পশ্চিমবঙ্গ মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান ডঃ বজলে রহমান। চাষট্টি জনগোষ্ঠী মূলত মুর্শিদাবাদ, বর্ধমান ও নদীয়া জেলায় বসবাসকারী প্রায় ২৫,০০০ মানুষের একটি অতি দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর মধ্যে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ রয়েছেন, এবং পুরাতন দলিল অনুযায়ী তারা “চাষা” বা “চাষট্টি” নামে পরিচিত। ২০০৯ সালে ডঃ বজলে রহমানের উদ্যোগে চাষট্টি জনগোষ্ঠীর পক্ষে নথিপত্র কমিশনে জমা দেওয়া হয়, যার ভিত্তিতে ২০১০ সালে এরা ওবিসি তালিকাভুক্ত হয়। কিন্তু ২০২৪ সালে হাইকোর্টের এক রায়ে চাষট্টি সহ আরও কিছু সম্প্রদায়ের ওবিসি স্বীকৃতি বাতিল হয়। হাইকোর্টের রায় অনুযায়ী, চাষট্টি জাতিটি তপশীল জাতি (SC) হিসেবে যোগ্য হতে পারে – এই সম্ভাবনার উল্লেখ করেই তাদের ওবিসি স্বীকৃতি বাতিল করা হয়। অপরদিকে, মুর্শিদাবাদের জেলা শাসকের রিপোর্টে কিছু ত্রুটি ছিল বলেও নির্দেশ করা হয়। এই প্রেক্ষিতে নতুন করে একটি জরিপ, সংশ্লিষ্ট নথিপত্র ও স্থানীয় দুইজন এমএলএ-র সুপারিশ কমিশনের কাছে জমা দেওয়া হয়। হিয়ারিংয়ের সময় ডঃ বজলে রহমান কমিশনের সামনে তুলে ধরেন যে ১৯০২ সালের আদমশুমারি রিপোর্ট এবং Risley সাহেবের “Caste and Tribes in India” বইয়ের তথ্য অনুযায়ী চাষট্টি জনগোষ্ঠী ঐতিহাসিকভাবে রেশম চাষের সঙ্গে যুক্ত ও নিম্নবর্গীয় শ্রেণিভুক্ত। তিনি জোর দিয়ে বলেন, “SC স্বীকৃতির প্রক্রিয়া দীর্ঘমেয়াদি এবং অনিশ্চিত – তাই এই অজুহাতে চাষট্টির ওবিসি স্বীকৃতি বাতিল করা যুক্তিসঙ্গত নয়।” কমিশন প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন ও জানান, তারা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবেন। হিয়ারিংয়ে নদীয়া জেলা থেকে আসা মুসলিম চাষা সহ মোট ২৮ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। চাষট্টি সমাজ কল্যাণ সমিতির সভাপতি দিবাকর মন্ডল, সম্পাদক সুনীল রায়, অরুপ মন্ডল, বিকাশ মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।