Wednesday 9 July 2025
2024-12-08 | কোচবিহার,,,,,,,,,,,,,, | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৮ ডিসেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে আরো একবার গাঁজা এবং ব্রাউন সুবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মাথাভাঙ্গা থানার পুলিশ। লাগাতার মাদকদ্রব্য পাচার এর বিরুদ্ধে অভিযানে নেমে সফলতা পাচ্ছে কোচবিহার জেলা পুলিশ। ঘটনার বিবরণ অনুযায়ী শনিবার মধ্যবর্তী রাতে 02:15 মিনিটে দেবেন্দ্রনাথ দাস এর ছেলে যাত্রা দাসের বাড়িতে অভিযান চালায় মাথাভাঙ্গা থানার পুলিশ। আন্দরন পাখিহাগা, হাজরাহাট তার বাড়িতে অভিযান চালিয়ে 1.038 কেজি গাঁজার মতো পদার্থ এবং (2) 392 গ্রাম হেরোইন (ব্রাউন সুগার) উদ্ধার হয়। একটি ব্যাকপ্যাকে লুকিয়ে রাখা হয়েছিল। সাক্ষীদের উপস্থিতিতে যথাযথ জব্দ তালিকার অধীনে একই জব্দ করা হয়। বাজেয়াপ্ত করার প্রক্রিয়াটি শ্রী সুভাজিৎ মন্ডল, BDO MTG-I এবং শ্রী সমরেন হালদার, SDPO TG-এর উপস্থিতিতে পরিচালিত হয়৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই নিষিদ্ধ জিনিসপত্র রাখার ব্যাপারে কোনো বৈধ নথি উপস্থাপন করতে ব্যর্থ হন। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা শুরু হয়েছে। ধৃত অভিযুক্ত যাত্রা দাসকে 08 দিনের পুলিশ হেফাজতের প্রার্থনা সহ NDPS আদালতে পাঠানো হচ্ছে।