Thursday 13 November 2025

2025-02-11 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১১ ফেব্রুয়ারি: ব্যাংকে জাল নোট জমা দিতে এসে জাল নোট সহ ধৃত এক। জাল নোট উদ্ধার করল কোচবিহার পুলিশ। মঙ্গলবার কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ওই নোট উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে ১৯ টি জাল পাঁচশো টাকার নোট। যা ১৯,৫০০ টাকা বলে কোচবিহারের একটি ব্যাংকে জমা দিতে এসেছিলেন পানিশালার এক বাসিন্দা। তা দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। কী করে ওই সংখ্যক নোট গুলি তার কাছে এসেছে, এর পেছনে কোনো চক্র কাজ করছে কিনা সেসব নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের এক কর্তা জানিয়েছেন ধৃত ওই ব্যক্তির নাম আজিজুল হক।
