Saturday 9 August 2025
2025-08-09 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৯ আগস্ট: এক বছর আগে অভয়া হত্যার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। ঘটনার পর থেকেই রাজ্য জুড়ে নানা সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের পক্ষ থেকে বিচারের দাবি অব্যাহত রয়েছে। আজ ঘটনার বর্ষপূর্তিতে দিনহাটায় ‘অভয়া মঞ্চ’-এর উদ্যোগে একটি মিছিল ও মাল্যদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনহাটা শহরের মহারাজা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি পাঠাগারের সামনে অভয়ার প্রতিকৃতিতে মাল্যদান করেন শহরের বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন প্রবীণ অধ্যাপক অসিতকুমার চক্রবর্তী সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর এক বছর পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। অপরাধীদের শাস্তির দাবিতে আন্দোলন আরও জোরদার করার ডাক দেওয়া হয়। অভয়া কাণ্ড ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকি দেশের বাইরেও আন্দোলনের ঢেউ ওঠে। বিশেষত নারী অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো—শ্রমজীবী, শিক্ষার্থী থেকে শুরু করে গৃহবধূ—অনেকে অভয়াকে নিজের পরিবারের সদস্য ভেবে আন্দোলনে শামিল হয়েছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না বিচার সম্পূর্ণ হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে।