/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2023-07-01 | দিনহাটা , | উত্তরের হাওয়া | Views : 167
উত্তরের হাওয়া, দিনহাটা, ১ জুলাই: শুক্রবার সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেস নেতা তথা বড়শাকদল গ্রামপঞ্চায়েতের বিদায়ী প্রধান তাপস দাসকে জেল হেফাজতের নির্দেশ দিলেন দিনহাটা মহকুমা আদালত। শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সাহেবগঞ্জ থানার পুলিশ তাপস দাসকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করেন ও তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য গতকাল দুপুরে পুরোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সাহেবগঞ্জ থানার পুলিশ তাপস কে গ্রেপ্তার করে ও তার বাড়িতে তল্লাশিও চালানো হয়। এরপর এদিন তাকে আদালতে পেশ করে পুলিশ। সূত্রের খবর, তাপসের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। সেসবের মধ্যে মুলত গত ২৫ ফেব্রুয়ারি দিনহাটা ২ ব্লকের বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় তাপস দাসের বিরুদ্ধে অস্ত্র আইনে যে মামলা রুজু হয়েছিল, সেই ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তার ভিত্তিতেই শুক্রবার তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এবিষয়ে তাপস দাসের পক্ষের আইনজীবী জানিয়েছেন, তাপসের বিরুদ্ধে ৭ টি মামলা ছিল। সেখানে ৬টি মামলায় তিনি জামিন পেয়েছেন। ১টি মামলায় তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
# | message |
---|