Friday 17 October 2025

2024-03-25 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, দিনহাটা, ২৫ মার্চ: ৪টি দেশী তাজা বোমা উদ্ধারের ঘটনায় রবিবার উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের চৌধুরিহাট গ্রামপঞ্চায়েতের নটকোবাড়িতে। এদিন বিকেলে সংশ্লিষ্ট এলাকার বাজার সংলগ্ন চৌপথী এলাকায় বোমাগুলি পড়ে থাকতে দেখেন স্হানীয়রা। ঘটনার খবর চাউর হতেই এলাকায় ভীড় জমান স্হানীয়রা। খবর পৌছায় স্হানীয় সাহেবগঞ্জ থানায়। এরপর পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে বোমা দুটি উদ্ধার করেন।
