Friday 17 October 2025
2025-03-29 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২৯মার্চ: জলদাপাড়া জাতীয় উদ্যানের পশ্চিম রেঞ্জের রেঞ্জ অফিসারের নেতৃত্বে বন দপ্তরের একটি বিশেষ দল আলিপুরদুয়ার থেকে একজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে বিপুল পরিমাণে প্যাঙ্গোলিনের আঁশ ও চামড়া উদ্ধার করা হয়েছে। বন বিভাগের কাছে গোপন সূত্রে দীর্ঘদিন ধরে খবর ছিল যে, ভুটানের এক ব্যক্তি জলদাপাড়া সংলগ্ন গ্রামগুলোতে ঘন ঘন যাতায়াত করছে এবং বন্যপ্রাণীর বিভিন্ন অংশ কেনাবেচার সঙ্গে যুক্ত। এই তথ্যের ভিত্তিতে বন দপ্তর নজরদারি চালাচ্ছিল এবং আজ অবৈধ বন্যপ্রাণী ব্যবসার বিষয়ে নিশ্চিত হয়ে অভিযানে নামে। অভিযানে ধৃত ব্যক্তির নাম দেওবাহাদুর লিম্বু (৪৮), তিনি ভুটানের সামটসে জেলার কালাপানি বস্তির বাসিন্দা। তার কাছ থেকে প্রচুর পরিমাণে প্যাঙ্গোলিনের আঁশ এবং চামড়া উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, প্যাঙ্গোলিন একটি বিপন্ন প্রজাতি এবং এর অঙ্গপ্রত্যঙ্গের বেআইনি ব্যবসা গুরুতর অপরাধ। জলদাপাড়া বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, “এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে মূল পাচারকারী চক্রের সন্ধান পাওয়া যায়।” বন দপ্তর ও স্থানীয় প্রশাসন যৌথভাবে এই পাচার চক্রের মূল নেটওয়ার্ক ভাঙতে সক্রিয় হয়েছে। ইতিমধ্যেই জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় নজরদারি আরও কড়া করা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণের স্বার্থে সাধারণ মানুষের কাছে বন দপ্তরের আবেদন, কোনো রকম সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে দ্রুত প্রশাসনকে খবর দিন, যাতে এই ধরনের অপরাধ রোখা যায়।