/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2024-03-30 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views : 146
উত্তরের হাওয়া, দিনহাটা, ৩০ মার্চ: স্কুলপড়ুয়া কিশোরীদের সাইবারক্রাইম সম্পর্কে সচেতন করতে উদ্যোগ নিল পুলিশ। শনিবার কোচবিহার জেলার দিনহাটা মহিলা থানার উদ্যোগে একটি সচেতনতা শিবির হয়। স্হানীয় গোপালনগর হাইস্কুলে আয়োজিত এই শিবিরে পুলিশ আধিকারিক ও সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা উপস্হিত ছিলেন। মুলত ছাত্রীদের বিরুদ্ধে অপরাধ, বাল্য বিবাহ, মানব পাচার এবং সাইবার জগতের অপরাধ নিয়ে আলোচনা করা হয় ও সচেতনতা প্রচার করা হয়। মহিলা থানার এক আধিকারিক জানান, সময়ের সাথে ইন্টারনেটের জনপ্রিয়তার সাথে সাথেই বেড়েছে জনসাধারনের বিরুদ্ধে সাইবার অপরাধের ঘটনাও। তাই সাধারণ মানুষের ও ছাত্রছাত্রীদের অনলাইন প্রতারণার বিষয়ে কোচবিহার জেলা পুলিশের বিভিন্ন থানা এই মানব পাচার বিরোধী এবং ছাত্রীদের গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কিত কর্মসূচি চলতে থাকবে।
# | message |
---|