Wednesday 9 July 2025
2024-07-20 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২০ জুলাই: শনিবার আনুমানিক দুপুর দুটো নাগাদ মাথাভাঙ্গা থানার আওতাধীন বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েত আঙ্গার মনি অশোক বাড়ি ২ এলাকায় একটি জঙ্গলে একটি মানব কঙ্কাল পাওয়া যায় বলে স্থানীয় সূত্রে খবর আসে মাথাভাঙ্গা থানায়। এরপরেই তৎপর হয়ে ওঠে পুলিশ। মাথাভাঙ্গা পুলিশ সূত্রে জানানো হয়েছে তারা যখন ঘটনাস্থলে পৌঁছয় তখন একটি মানব খুলি এবং কঙ্কালের অংশ একটি গাছের চারপাশে ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। বাধা অবস্থায় ছিল। ঘটনাস্থল থেকে একটি চামড়ার বেল্ট পুরুষের পায়ের চটি, এবং একটি প্যান্ট উদ্ধার হয়েছে। যার থেকে প্রাথমিক অনুমান কঙ্কালটি কোন পুরুষের হতেও পারে। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত পাওয়া যায়, কোন ফাঁসির ঘটনা ঘটে থাকতে পারে এলাকায়। ইতিমধ্যেই কঙ্কালের ময়নাতদন্ত এবং পরিচয় খোঁজার চেষ্টা করা হচ্ছে। তবে কবে থেকে এই কঙ্কাল বা মৃত ব্যক্তি এখানে ছিল তা নিয়ে স্থানীয় সূত্রে কোন ইঙ্গিত পাওয়া যায়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।