Sunday 25 January 2026

2024-03-04 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, দিনহাটা, ৪ মার্চ: পথশ্রী তিন প্রকল্পের অধীনে সোমবার দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রাম গ্রামপঞ্চায়েতের বাশেরকুঠি এলাকায় পাকা রাস্তার কাজের সুচনা করলেন স্হানীয় জেলা পরিষদের সদস্যা মুক্তি রায়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত প্রায় ৬৬ লক্ষ ৭৩ হাজার টাকা ব্যয়ে ১.৬ দীর্ঘ রাস্তাটি পাকা করা হবে বলে দিনহাটা ২ পঞ্চায়েত সমিতির পুর্তকর্মাধ্যক্ষ বিভাস অধিকারী জানান।
