Wednesday 9 July 2025
2024-03-27 | দিনহাটা ,রাজনীতি , | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২৭ মার্চ, দিনহাটা: লোকসভায় কোচবিহার কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী নীতীশ চন্দ্র রায়ের সমর্থনে বুধবার কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের শালমারায় পথ সভা করলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। এদিন সন্ধা ৮ টা নাগাদ শালমারা বাজারে আয়োজিত সভায় নরেন ছাড়াও দলের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অক্ষয় ঠাকুর, সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রউফ, সিপি আই এম নেতা বিশ্বসিংহ কার্যী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্র শাসকদলকে চোর আখ্যা দিয়ে তুলোধনা করেন বক্তারা। পাশাপাশি আসন্ন ভোটে দলীয় প্রার্থীকে জেতানোর আহ্বান জানানো হয়েছে।