Sunday 25 January 2026

2025-06-06 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৬ জুন: গোপন সূত্রে অভিযান, টোটো থেকে উদ্ধার বিপুল পরিমাণ দেশি মদ – সাহেবগঞ্জ থানার ছোটসকদল গ্রামের এক ব্যক্তি গ্রেফতার। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার পুলিশ বড় সাফল্য পেল। অবৈধভাবে দেশি মদ পরিবহনের সময় নির্মল বর্মন, যিনি কোচবিহার জেলার ছোটসকদল গ্রামের বাসিন্দা, তাকে আটক করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, একটি টোটোতে করে গোপনে বিপুল পরিমাণে দেশি স্পিরিট বহন করা হচ্ছিল। অভিযানে পুলিশ ওই টোটোটি আটক করে এবং তল্লাশির পর উদ্ধার করে ১২০ বোতল দেশি মদ। পুলিশ ওই টোটো সহ সমস্ত মদ জব্দ করেছে। এই ঘটনায় অভিযুক্ত নির্মল বর্মনের বিরুদ্ধে আইনের প্রাসঙ্গিক ধারায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা হচ্ছে, এর পেছনে কোনও বড় চক্র কাজ করছে কি না। এই ধরনের অবৈধ মদ চক্রে জড়িত অন্যদের নাম জানার চেষ্টা চলছে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষদের অনুরোধ জানানো হয়েছে, কেউ কোনও ধরনের অবৈধ কার্যকলাপের খবর পেলে তা যেন দ্রুত পুলিশকে জানান।
