Wednesday 9 July 2025
2024-06-09 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৯ জুন: বাংলাদেশে ঈদ উৎসব পালনের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সাথে আলোচনা করে ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে ১৩১৩২/১৩১৩১ (নিউ জলপাইগুড়ি-ঢাকা-নিউ জলপাইগুড়ি) মিতালি এক্সপ্রেসের পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই অনুযায়ী আগামী ১২, ১৬ ও ১৯ জুন, রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৩১৩২ (নিউ জলপাইগুড়ি - ঢাকা) মিতালি এক্সপ্রেস বাতিল থাকবে। একই সঙ্গে ১৩, ১৭ ও ২০ জুন তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৩১৩১ (ঢাকা-নিউ জলপাইগুড়ি) মিতালি এক্সপ্রেসও বাতিল থাকবে। বাংলাদেশে ঈদ উৎসবের পরে পুনরায় মিতালি এক্সপ্রেসের স্বাভাবিক পরিষেবা চালু হবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর।