Wednesday 19 November 2025

2025-11-18 | দিনহাটা ,পড়াশোনা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১৮ নভেম্বর: মহাকাল হাট উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হলো অভিভাবক ও অভিভাবিকাদের একটি গুরুত্বপূর্ণ সভা। ছাত্রছাত্রীদের শিক্ষাগত অগ্রগতি, উপস্থিতি, শৃঙ্খলা এবং বিদ্যালয়ের বিভিন্ন চলমান কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে এদিনের এই সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও সাথে ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষকরা জানান, বর্তমান শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান আরও উন্নত করতে বিদ্যালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নিয়মিত ক্লাস, অতিরিক্ত পাঠদান, বিষয়ভিত্তিক পরামর্শ, এবং পরীক্ষার প্রস্তুতি—এসব বিষয় নিয়ে অভিভাবকদের বিস্তারিতভাবে অবহিত করা হয়। পাশাপাশি শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, সময়মতো স্কুলে আসা এবং হোমওয়ার্ক সম্পূর্ণ করার বিষয়েও বিশেষ জোর দেওয়া হয়। অভিভাবক-অভিভাবিকাদের পক্ষ থেকেও বিদ্যালয়ের উন্নতি, নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ নিয়ে একাধিক মতামত ও পরামর্শ উঠে আসে। অনেকেই বিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামোগত উন্নতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন, আবার কিছু বিষয়ের প্রতি নজর দেওয়ার অনুরোধও জানান। বিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বাস দেয় যে, অভিভাবকদের মতামত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সামগ্রিকভাবে এদিনের সভা শিক্ষক, অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে একটি সুস্থ যোগাযোগের সেতুবন্ধন তৈরি করল।
