Wednesday 9 July 2025
2025-02-21 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২১ ফেব্রুয়ারি: কোচবিহার জেলা পুলিশের সাফল্য অব্যাহত। আজ ফের অসাধারণ দক্ষতায় মাত্র ৬ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া গয়না উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করল শীতলকুচি থানা পুলিশ। আকরাহাট এলাকার সুবাম জুয়েলারি ওয়ার্কশপে চুরির ঘটনাটি ২১ ফেব্রুয়ারি রাতে ঘটে। ২১ ফেব্রুয়ারি সকালে দোকান মালিক অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়। তদন্তে জানা যায়, ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের গোদাইখোরা এলাকার বাসিন্দা সঞ্জু বর্মন (১৮) চুরির সঙ্গে যুক্ত। আধুনিক প্রযুক্তির সাহায্যে এবং স্থানীয় সূত্র ধরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পর তার বাড়ি থেকে সম্পূর্ণ চুরি যাওয়া গয়না উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গয়না আইনি প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে। পুলিশের এই দ্রুত অভিযানে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন। পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও তারা কঠোর অবস্থান নেবে।