Wednesday 9 July 2025
2024-01-18 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১৮ জানুয়ারি: দিনহাটা কলেজের ভূগোল বিভাগের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে স্থানীয় নদী বানিয়াদহ এর উৎস স্থান থেকে শুরু করে নদীর বিভিন্ন বাঁকে বাসন্তীর হাট দেওয়ানহাট নয়ার হাট নিগমনগর গীতালদহ অঞ্চলে নদীর হাল হাকিকত সম্পর্কে বিভিন্ন সমীক্ষা করা হলো এবং শেষে ভারত ও বাংলাদেশ এর পূর্বের সংযোগ স্থাপনকারী মোগলহাট ব্রিজ বিশেষ অনুমতি নিয়ে ঘুরে দেখল এবং সেই সাথে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল সেই অঞ্চলের মানুষজন এবং পরিবেশ নদীর বর্তমান অবস্থা। সাথে ছাত্রছাত্রীরা নদীর বিভিন্ন স্থানে বিভিন্ন ফলের গাছের বীজ লাগিয়েছে এবং তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে ভবিষ্যতে এই নদীকে আরো স্বাস্থ্যসম্মত করে তোলা এবং পার্শ্ববর্তী অঞ্চল গুলোকে বনায়ন করা। আজকের এই স্থানীয় ভূগোল পরিবেশ ইতিহাস নদী সম্পর্কে জ্ঞান স্থানীয় মানুষজন ও সীমান্তবর্তী অঞ্চলের মানুষ জনের সাথে আন্ত আলোচনার মধ্য দিয়ে নতুন এক পদক্ষেপ দিনহাটা কলেজ থেকে নেওয়া হয়েছে যা অদূর ভবিষ্যতে বৃহত্তর ছাত্রসমাজ আরো পরিবেশ সচেতন হয়ে উঠবে এবং নিজের অঞ্চলকে জানতেও বুঝতে শিখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা কলেজের ভূগোল বিভাগের প্রধান ডঃ বাপ্পা সরকার , তন্ময় সাহা ও বিষ্ণু বর্মন। দিনহাটা কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আউয়াল এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং পরবর্তীকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হয় এই আশা রাখেন।