Wednesday 9 July 2025
2025-05-10 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১০ মে: লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। সেই উদ্দেশ্যে আজ দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ কিশামত দশগ্রাম অঞ্চলে জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেন। এই কর্মসূচির মাধ্যমে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের নানান সমস্যা ও অভাব-অভিযোগ শোনেন। স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা মন্ত্রী মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলোর সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। মন্ত্রী বলেন, "জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করাই উন্নয়নের মূল চাবিকাঠি। তাঁদের কথা শোনার মাধ্যমেই আমরা প্রকৃত চিত্রটা জানতে পারি এবং পরিকল্পনা গ্রহণ করতে পারি।" এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় এক ইতিবাচক সাড়া দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা তাঁদের প্রতিনিধি তথা মন্ত্রীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।