Sunday 25 January 2026

2025-09-05 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৫ সেপ্টেম্বর: পাথশন দুর্গানগর আর আর প্রথমিক বিদ্যালয়ে বামনহাট চক্র সম্পদ কেন্দ্রের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এবছরের অবসরপ্রাপ্ত ৫ জন শিক্ষকের কৃতিত্বকে স্বীকৃতি জানিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রথমিক শিক্ষক সমিতির আয়োজনে সম্পন্ন হয়। চক্রের সভাপতি হানিফ সিকদার বলেন, “শিক্ষকরা সমাজের গঠনমূলক স্তম্ভ। তাদের অবদান স্বীকৃতির যোগ্য। তাই শিক্ষক দিবসে তাদের সম্মাননা প্রদানের মাধ্যমে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি।” উদ্বোধনী অনুষ্ঠানে ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণানের জীবনের সংগ্রাম ও শিক্ষাক্ষেত্রে অবদানের ওপর আলোকপাত করা হয়। এরপর শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের সঙ্গে সময় কাটান এবং শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে তাদের প্রতি সম্মান জানায়। অনুষ্ঠানে চক্র সম্পদ কেন্দ্রের শিক্ষকবৃন্দ এবং শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং শিক্ষার গুরুত্ব বোঝান। শিক্ষক দিবস উদযাপন শিক্ষকদের প্রেরণা বৃদ্ধি করেছে এবং শিক্ষার্থী-শিক্ষকের মধ্যে বন্ধুত্ব ও প্রেরণার সম্পর্ক আরও দৃঢ় করেছে। অংশগ্রহণকারীরা এই ধরনের উদ্যোগকে প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এমন অনুষ্ঠান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
