Tuesday 2 December 2025

2025-09-05 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৫ই সেপ্টেম্বরঃ মহান শিক্ষাবিদ ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হলো শুকটাবাড়ি আল হোসেন মিশনে। এদিন মিশনে প্রথমেই তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কামতাপুরী ভাষা একাডেমীর প্রাক্তন চেয়ারম্যান তথা নস্য শেখ উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন শিক্ষক ডক্টর বজলে রহমান। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা কবিতা পাঠ, কুইজ প্রতিযোগিতা ও বক্তৃতার মাধ্যমে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে। বক্তৃতায় ডক্টর বজলে রহমান ডক্টর রাধাকৃষ্ণণের শিক্ষাদর্শন ও দার্শনিক ভাবনার নানা দিক তুলে ধরেন এবং আজকের প্রজন্মকে শিক্ষার মাধ্যমে আদর্শ সমাজ গঠনের বার্তা দেন। এই বিশেষ দিনে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর বজলে রহমানকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল হোসেন মিশনের সম্পাদক রিয়াজুল হক, নুর ইসলাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। শিক্ষক দিবসকে ঘিরে সারাদিন জুড়েই এক উজ্জ্বল ও শিক্ষণীয় পরিবেশ তৈরি হয় শুকটাবাড়ি আল হোসেন মিশনে।
