Wednesday 9 July 2025
2024-06-10 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১০ জুন: রাজ্যে বর্ষা প্রবেশ করবে এ সপ্তাহে। ইতিমধ্যেই গোটা বাংলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরে বৃষ্টি জারী থাকবে। এদিকে এই লাগাতার বৃষ্টির জেরে জলস্তর বাড়তে শুরু করেছে রাজ্যের নদীগুলিতে। এবার একটানা বৃষ্টির জেরে ভেসে গেলে কোচবিহার শহর সংলগ্ন তোরসা নদীর ওপর ফাঁসিরঘাটে বাঁশের তৈরি অস্থায়ী সেতু। যার ফলে যোগাযোগহীন হয়ে পড়লেন কোচবিহার এক ব্লকের বিস্তীর্ণ এলাকা সহ তীরবর্তী গ্রামের বসিন্দারা। এই অস্থায়ী সেতুর ওপর নির্ভর করেই চলত তাঁদের নিত্যদিনের যাতায়াত। এমনকী বহু মানুষের রুজি রোজগারও নির্ভর করে এই সেতুর ওপরে। কিন্তু এহেন গুরুত্বপূর্ণ সেতুটিই জলের তোড়ে ভেসে গেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কালকেও অনেকে এই সেতু দিয়েই নদী পারাপার করেছেন। কিন্তু সকালে দেখেন সেতুটি আর নেই। এই পরিস্থিতিতে এখন একমাত্র ভরসা নৌকা। স্থানীয়রা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরেই সেখানে একটি কংক্রিটের সেতু তৈরির দাবি তুলছেন তাঁরা। কিন্তু এখনও পর্যন্ত তা তৈরি হয়নি। সম্প্রতি কয়েকবার ফাঁসিরঘাট সংলগ্ন এলাকায় পরিদর্শন করেন এবং কংক্রিটের সেতু তৈরির আশ্বাস দেন। নবনির্বাচিত সংসদের কাছেও তারা দরবার করেছেন। এখন দেখার বাস্তবে কবে তৈরি হয় পাকা সেতু।