Wednesday 9 July 2025
2023-11-25 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২৫ নভেম্বর: দিনহাটা শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পৌর এলাকার নয় নং ওয়ার্ডের যৌনপল্লী এলাকায় এক বাড়িতে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে দ্রুত দমকলের ইঞ্জিন সেখানে এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একদিকে যেমন দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে নেমে পড়েন তেমনি স্থানীয় এলাকার বাসিন্দারাও সহযোগিতা করেন কর্মীদের। সংশ্লিষ্ট ওই পুড়ে যাওয়া বাড়ির ক্ষতিগ্রস্তরা জানান, আগুনের গ্রাসে তিনটি ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিভাবে আগুন লাগল বুঝতে পারছিনা। এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যান দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, কাউন্সিলর পার্থ নাথ সরকার সহ অন্যান্যরা। সেখানে পৌঁছে গিয়ে তারা গোটা বিষয়টি খতিয়ে দেখেন। পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন,এলাকার বিপুল সাহার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও তিনি জানান।