/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2024-07-10 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views : 103
উত্তরের হাওয়া, ১০জুলাই: প্রকাশ্যে বাস ডাকাতির ঘটনার পর দ্রুততার সঙ্গে তৎপর হয়েছিল কোচবিহার জেলা পুলিশ প্রশাসন এবং ঘোকসারডাঙ্গা থানা। 24 ঘন্টার মধ্যে প্রথম দুই অপরাধীকে গ্রেপ্তার করতে সমর্থক হয়েছিল পুলিশ। এদিন এই ঘটনায় জড়িত আরও তিনজনকে গ্রেফতার করে ঘোকসারডাঙ্গা থানার পুলিশ। তাদের পুলিশে হেফাজতের জন্য আদালতে পাঠানো হয়েছে। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এদিন এক সাংবাদিক বিবৃতিতে জানান, বাস ডাকাতির ঘটনায় আজিনুর ইসলাম, মজিদুল হক এবং সিরাজুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কারিশাল, টাকা গাছ এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে এবং বিগত দিনের গ্রেফতার হওয়া ব্যক্তিদের জেরা করে এদেরকে গ্রেফতার করা হয়েছে। এদেরকে পুলিশ হেফাজতের জন্য আদালতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত 1 তারিখ কোচবিহার হোকসারডাঙ্গা থানা এলাকার প্রধান সড়কের ওপর একটি বেসরকারি বাসে প্রকাশ্য দিবালোকে ডাকাতের ঘটনা ঘটে। তারপরেই দ্রুততার সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মোহাম্মদ শাহের নামক এক ব্যক্তিকে আটক করতে সামর্থ্য হয় পুলিশ। তাকে তিন দিনের হেফাজতে নিয়ে জেরা করা শুরু হয়। এবং সেখান থেকেই বাকিদের সন্ধান পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
# | message |
---|