Wednesday 9 July 2025
2024-11-15 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১৫ নভেম্বর: দিনহাটা এরিয়া ৩ য় সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়ে আজ মশাল মিছিল অনুষ্ঠিত হল দিনহাটা শহরে।আগামী ৪ ও ৫ ই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে সিপিআই(এম)কোচবিহার জেলা সম্মেলন।তার আগেই আগামী ১৭ ই নভেম্বর ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দিনহাটা এরিয়া তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে কমরেড সীতারাম ইয়েচুরি ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর (দিনহাটা শহর) কমরেড হোসেন চন্দ্র সাহা ও কমরেড আমিনুর ইসলাম মঞ্চ,কমরেড তরুণ চন্দ্র কক্ষে।এই সম্মেলনের উদ্বোধন করবেন সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। এই সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়ে আজ দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে এই মশাল মিছিল শুরু হয়ে দিনহাটা শহর পরিক্রমা করে দিনহাটা পাঁচ মাথার মোড়ে এসে শেষ হয়।এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম দিনহাটা কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর পাল,জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস,মহিলা নেত্রী,দেবযানী মিত্র,মুক্ত রায়, সহ অন্যান্যরা।