Friday 17 October 2025
2024-02-22 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২২ফেব্রুয়ারী: তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির পাশাপাশি তাজা বোমা রেখে যাওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করে বলেন, এক নম্বর পুল এলাকায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি শিবু দেবনাথের বাড়িতে বোমাবাজি করার পাশাপাশি একটি তাজা বোমা রেখে যায় বিজেপির দুষ্কৃতীরা। পরে খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সেখানে পৌঁছে গোটা ঘটনাটি তদন্ত করে এবং সেই তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে আসে। এদিকে মন্ত্রী উদয়ন গুহ বলেন, যতই নির্বাচন এগিয়ে আসছে ততই এ ধরনের নোংরামি তৈরি করার চেষ্টা করছে বিজেপি। তার আরো একটি প্রমাণ তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বাজি এবং তাজা রেখে যাওয়া। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। এই ঘটনার সাথে বিজেপির কেউ জড়িত নেই।