/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2024-02-25 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views : 201
উত্তরের হাওয়া, ২৫ফেব্রুয়ারি: ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তাল হয়েছিল দিনহাটা ২ ব্লকের বুড়িরহাট। ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নাম জড়িয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। দুই হেভিওয়েটের লড়াইয়ের রেশ পৌছেছিল রাজ্য রাজনীতিতেও। রবিবার সেই ঘটনার বর্ষপুর্তিতে পুরো ঘটনার দায় বিজেপিকে চাপিয়ে দিনটিকে কালা দিবস হিসেবে পালন করলেন ঘাসফুলের স্হানীয় অঞ্চল কমিটি। এদিন সকাল ১১টা নাগাদ বুড়িরহাট বাজার প্রাঙ্গনে আয়োজিত এই কর্মসুচিতে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূলের দিনহাটা ২ ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য্য, সহসভাপতি আব্দুর সাত্তার সহ স্হানীয় নেতৃত্ব উপস্হিত ছিলেন। কর্মসুচিতে বক্তব্য দিতে গিয়ে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের দায় চাপিয়ে বিষেদগার করেন মন্ত্রী। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীকেও নানা ভাবে নিশানা করেন তিনি।
# | message |
---|