/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2024-11-10 | কোচবিহার,,, | উত্তরের হাওয়া | Views : 95
উত্তরের হাওয়া, ১০ নভেম্বেরঃ কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং প্রাক্তন জেলা সভাধিপতি তথা তুফানগঞ্জের মহিলা নেত্রী পুষ্পিতা রায় ডাকুয়ার অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আশাতে অস্বস্তিতে শাসক দল। এরফলে ব্যাপক প্রভাব পড়তে পারে ২০২৬ বিধানসভা নির্বাচনে তুফানগঞ্জ আসনের ক্ষেত্রে বলে দাবি রাজনৈতিক মহলের। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় এই অন্তর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। যদিও বা উভয় পক্ষের দাবি তৃণমূল কংগ্রেসের অন্তরে কোন অন্তর দন্দ নেই, দলীয়ভাবেই সবাই কাজ করছে। পাশাপাশি পুষ্পিতা রায় ডাকুয়ার অনুগামীদের কথায়, দলীয় কোন কর্মসূচিতে তাকে ডাকা হয় না। মহিলা সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক থাকা সত্ত্বেও তার গুরুত্ব দিতে নারাজ জেলা সভাপতি অভিজিৎ বাবু। একসময় কোচবিহারের হয়ে একাধিক পুরস্কার নিয়ে এসেছিলেন তিনি। জেলা পরিষদের সভাধিপতি থাকার সময় তার কর্মকাণ্ড উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল রাজ্যের ক্ষেত্রে। কিন্তু সম্প্রতি নতুনদের আগমনের ফলে পুরোনোদের গুরুত্ব কমেছে। অভিযোগ আরো গুরুতর, সম্প্রতি যারা বিজেপি বা সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে তাদের বেশি গুরুত্ব দিচ্ছে দল। মূলত তারা গুরুত্ব পাচ্ছেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে। এর ফলে ২০২৬ বিধানসভা নির্বাচনে ব্যাপক প্রভাব পড়তে পারে তুফানগঞ্জ আসনের ক্ষেত্রে। ইতিমধ্যেই লোকসভা আসনে তুফানগঞ্জ আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত হওয়ার কারণে পরাজয় স্বীকার করতে হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী সেই ধরনের সংগঠন বর্তমানে নেই তুফানগঞ্জ এ। শহরে কিছুটা সংগঠন থাকলেও সার্বিকভাবে সাংগঠনিক অভাব রয়েছে। যার ফলে লোকসভা আসন তুফানগঞ্জ বিধানসভায় পরাজয় স্বীকার করতে হয়েছে। যোগ্যতা থাকা সত্ত্বেও গুরুত্ব না পাওয়ায় অন্তর দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করেছে। পুষ্পিতা অনুগামীদের দাবি, আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী চয়নকে গুরুত্ব দিক রাজ্য নেতৃত্ব। জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন মন্তব্য করে বলেন, তৃণমূল কংগ্রেসের ভেতরে কোন অন্তর দ্বন্দ্ব নেই। দলে সকলের গুরুত্ব সমান। সকল নেতৃত্ব এবং কর্মীরা একত্রিত হয়ে দলকে সঙ্ঘবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে।
# | message |
---|