Wednesday 9 July 2025
2023-09-06 | দিনহাটা ,রাজনীতি ,,, | উত্তরের হাওয়া | Views :
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর হাত ধরে ভিলেজ ১ অঞ্চলের ২০ টি পরিবার যোগ দিলো তৃণমূল কংগ্রেসে। বুধবার সকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহার বাড়িতে ওই যোগদান কর্মসূচি আয়োজিত হয়। সেখানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা শহর ব্লক তৃণমূলের সভাপতি বিশু ধর, দিনহাটা ওয়ান বি মহিলা তৃণমূলের সভানেত্রী ডালিয়া চক্রবর্তী, ভিলেজ এক অঞ্চল তৃণমূলের পর্যবেক্ষক সাবীর সাহা চৌধুরী, ভিলেজ এক অঞ্চল তৃণমূলের সভাপতি সঞ্জীব সাহা, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমা খাসনবীস সহ আরো অন্যান্যরা। জানা যায় এদিন সেখানে কুড়িটি পরিবার তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। আগামী দিনে সংশ্লিষ্ট এলাকায় তৃণমূলের শক্তি বৃদ্ধি হলো বলে দাবি করছেন নেতৃত্বরা।