Wednesday 9 July 2025
2024-02-18 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১৮ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়ে নাজিরহাট ও বুড়িরহাটে মিছিল করল তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন । মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার নাজিরহাটে এবং বুড়িরহাটে মিছিল আয়োজিত হয়। মূলত কিছুদিন আগেই লক্ষীর ভান্ডার প্রকল্পের আর্থিক অনুদান ৫০০ থেকে ১০০০ টাকা এবং ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে আর সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানানো কর্মসূচি নিয়েছেন তৃণমূলের মহিলা সংগঠন। বুড়িরহাটে যেমন মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল আয়োজিত হয় তেমনি নাজিরহাটে মিছিলের পাশাপাশি অকাল হলিতে মেতে ওঠেন মহিলা কর্মী-সমর্থকরা থেকে শুরু করে স্থানীয়রা সকলেই। সেদিন দেখা যায় সবুজ আবির খেলায় মেতে ওঠেন মহিলা তৃণমূলের কর্মী সমর্থকরা থেকে শুরু করে স্থানীয় এলাকার মহিলারা। সব মিলিয়ে রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে যেমন ধন্যবাদ জানিয়ে মিছিল করছেন মহিলারা তেমনি দিনহাটার সংশ্লিষ্ট ওই দুই এলাকা এদিন মিছিল আয়োজিত হল।