Wednesday 9 July 2025
2025-02-17 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া,১৭ ফেব্রুয়ারি: শিলিগুড়ি শহরে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গত কয়েকদিন ধরে শিলিগুড়ি শহরের বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করেছে। এরই ধারাবাহিকতায়, শিলিগুড়ি ভক্তি নগর থানার পুলিশ ফের অভিযান চালিয়ে নিষিদ্ধ কফ সিরাপ সহ দুই জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ৪০ নম্বর ওয়ার্ডের বঙ্কিমনগর তারাতলা মাঠ এলাকায় দুই যুবক নিষিদ্ধ কফ সিরাপ পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল। এই খবরের ভিত্তিতে অভিযান চালায় ভক্তি নগর থানার পুলিশ। অভিযানে ৩৮ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। ধৃত দুই যুবকের নাম পঙ্কজ তালুকদার ও মোহাম্মদ ছোট্ট। তারা উভয়েই শিলিগুড়ি ইসকন মন্দির এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে হাজির করা হবে। ভক্তি নগর থানার পুলিশ এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে।