Sunday 25 January 2026

2023-07-03 | দিনহাটা , | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৩রা জুলাই: আজ গুরু পূর্ণিমা তাই ছাত্র-ছাত্রীরা প্রতিবছরের ন্যায় এবছরেও কচিকাঁচাদের ছাতা উপহার দিয়ে গৃহশিক্ষককে গুরু প্রণামী অর্পণ করলো। এদিন দিনহাটার স্টেশন রোড সংলগ্ন একটি সংস্থার অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই ছাতা উপহার দিয়ে থাকে। তাদের মধ্যে উপস্থিত ছিল গুঞ্জন বসাক, প্রিতম নাথ, অরিন্দম দে, পূজা মালাকার এবং নন্দিনী সূত্রধর। তারা জানায় আমাদের দাদা-দিদিরা গৃহ শিক্ষক সিদ্ধেশ্বর সাহা মহাশয়ের জন্মদিনে রক্তদানের মাধ্যমে গুরু প্রণামী জানাতে পারলেও আমাদের সেই সুযোগ এখনও নেই,তো মন খারাপ থেকেই যায়। তাই আমরা আমাদের গ্রীষ্মের ছুটিতে জমিয়ে রাখা টিফিন খরচের টাকা দিয়ে আজ গুরু পূর্ণিমায় ১০জন কচি-কাঁচাদের হাতে ছাতা উপহার হিসেবে তুলে দিলাম। এর আগেও আমরা বেশ কয়েকজন দাদু-দিদাদের হাতে ছাতা উপহার হিসেবে তুলে দিয়েছিলাম।
