Wednesday 9 July 2025
2024-09-11 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১১ সেপ্টেম্বর: গভীর রাতে মোটরসাইকেলে চেপে বামনহাট থেকে কালমাটির দিকে যাচ্ছিলেন দুই যুবক। সন্দেহ হওয়াতেই পুলিশ পিছু নেয় তাঁদের। কিছুক্ষন ধাওয়া করার পর অবশেষে বাইক চালককে আটক করতে সক্ষম হলেও, পুলিশকে ফাঁকি দিয়ে বাইক সওয়ারি যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর আটক হওয়া যুবককে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে মেলে ২৯৭ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ ব্লকের বামনহাট ২ গ্রামপঞ্চায়েতের কালমাটি সংলগ্ন বামনেরটারি এলাকায়। ঘটনায় মনিরুল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শাহ জানিয়েছেন, “গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। বাইকে দুজন ছিলেন, একজন পালিয়ে যায়। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সমগ্র বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” কার্যত তিনদিকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ঘেরা বামনহাট ২ গ্রামপঞ্চায়েতের বিস্তির্ন এলাকা। শিক্ষা ও অর্থনীতির দিক থেকে অনেকটাই পিছিয়ে প্রান্তিক এই এলাকাগুলি। অনুন্নত এই এলাকার বহু যুবক ও কিশোর অবৈধ কাফ সিরাপ খেয়ে নেশায় মগ্ন হন। এমনকি সীমান্ত লাগোয়া এলাকা হওয়ার গাঁজা সহ বিভিন্ন অবৈধ মাদক, বেআইনি কাফ সিরাপ সহ বিভিন্ন সামগ্রীর চোরাচালানকেই পেশা হিসেবে বেছে নেওয়ার প্রবণতাও এলাকায় নতুন নয়। এমন পরিস্হিতিতে এলাকার কিশোর ও যুবকদের বিপথ থেকে ফেরাতে পুলিশী তৎপরতার পাশাপাশি প্রান্তিক এলাকায় সচেতনতামুলক প্রচারও করা প্রয়োজন বলে মতে স্থানীয় সচেতন মহলের। যদিও পুলিশ এবিষয়ে সচেষ্ট বলে সাহেবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে।