Friday 17 October 2025
2025-05-28 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২৮ মে: সিতাই থানার অন্তর্গত সিলদুয়ার এলাকায় সন্ধ্যায় ৭ টা নাগাদ অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম নুর ইসলাম মিয়া। তিনি হকদহ আদাবাড়ির কাজলিকুড়া, সিতাইয়ের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের কাছ থেকে প্রায় ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, মাদকগুলি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সিতাই থানা সূত্রে খবর, এই ঘটনায় কোনো বৃহৎ পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের তৎপরতা চলবে। মাদক চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।