বড়সড় ধাক্কা রাজ্যের সিঙ্গুর মামলায় টাটা মোটরসকে দিতে হবে ৭৬৬ কোটি টাকা
2023-10-30
উত্তরের হাওয়া, Manoj Kumar Barman: অংকটা নেহাত কম নয়। ৭৬৬ কোটি। হ্যাঁ ঠিকই শুনেছেন। সিঙ্গুর প্লান্টের ক্ষতিপূরণ হিসাবে টাটা মোটরস-কে দিতে হবে ৭৬৬ কোটি টাকা। এমনই রায় দিয়েছে ৩ সদস্যের আরবিট্রাল ট্রাইবুনাল। শুধু তাই নয় ২০১৬ সাল থেকে ১১ শতাংশ সুদের হারে মেটাতে হবে সুদও। কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে, এ যেন ঠিক তাই। সিঙ্গুর থেকে টাটা মোটরস চলে যাওয়ার ক্ষতিপূরণ হিসেবে রাজ্যকে দিতে হচ্ছে প্রায় সাড়ে সাতশো কোটি টাকা।
দীর্ঘ ১৫ বছরের আইনি লড়াইয়ের পর সিঙ্গুর মামলায় রাজ্যের বিরুদ্ধে এমনি ঐতিহাসিক রায় দিল আরবিট্রাল ট্রাইব্যুনাল। এমকনি আরবিট্রারি খরচ বাবদ টাটা-কে আরো ১কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ।
স্বভাবতই, সুদীর্ঘ কয়েক বছর পর সিঙ্গুর মামলায় এমন জোরালো রায়ে ক্রমশ উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। এত টাকা রাজ্য সরকারের পক্ষে কি করে দেওয়া সম্ভব। কোথা থেকে আসবে এত টাকা? রাজ্যের কোষাগারে এত টাকা আছে তো?
প্রসঙ্গত উল্লেখ্য, সিঙ্গুরে এক হাজার একর জমিতে ন্যানো প্লাট তৈরির জন্য বাম আমলেই বাম সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল টাটা মোটরসের। প্রতিশ্রুতি ছিল হাজার হাজার কর্মসংস্থানের। হয়তো টাটার পথ অনুসরণ করে আন্তর্জাতিক মানের আরও অনেক এরাজ্যে শিল্প আসত। কিন্তু তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম বিরোধিতা, স্থানীয় কৃষকদের জমি বাঁচানোর আন্দোলনে স্তব্ধ হয়ে যায় সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরির স্বপ্ন। তড়িঘড়ি পাততাড়ি গুটিয়ে, কোটি কোটি টাকার ক্ষতি মাথায় নিয়ে গুজরাটে সরে যেতে বাধ্য হয় টাটা।
তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল, দীর্ঘ ১৫ বছরের লড়াইয়ের পর, টাটার এই জয় নবান্ন-কে যে অনেকটাই অস্বস্তিতে ফেলবে তাতে সন্দেহ নেই। লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে, রাজ্য সরকারের বিপক্ষে এমন রায় জনমানসে খুব একটা ভালো প্রভাব যে ফেলবে না, রাজনৈতিক বিশ্লেষকদের তেমনটাই মত। বাম সরকারের স্বপ্নের সিঙ্গুর প্লান্ট থেকে টাটা কে তাড়িয়েই শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিজয় রথ। সেই টাটা-ই আবার নতুন করে মাথা ব্যাথার কারণ হয়ে উঠবে না তো রাজ্যের শাসকদলের কাছে? যদিও রাজ্যের কাছে আইনি পদক্ষেপের রাস্তা খোলা, তবুও এখন দেখার টাটা-কে নিয়ে বিতর্কের জল কতদূর গড়ায়।