Wednesday 9 July 2025


দেশ

তিন মাসে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধানের আশ্বাস নির্বাচন কমিশনের

2025-03-07

উত্তরের হাওয়া, ৭ মার্চ: ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল, তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধান করবে তারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার ঢোকাচ্ছে। তার দাবি, প্রতিটি বিধানসভায় ২০-৩০ হাজার ভুয়া ভোটার যুক্ত করা হচ্ছে। মমতা বলেন, "বাংলা বহিরাগতদের সম্মান করতে জানে, কিন্তু বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে দেবে না।" এদিকে, নির্বাচন কমিশনের সাফাই, একই এপিক নম্বর থাকলেই কোনো ভোটার ভুয়া প্রমাণিত হয় না। কারণ, রাজ্য ও ভৌগলিক অবস্থান অনুযায়ী ভোটারের ঠিকানা, বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্র আলাদা হতে পারে। তবুও, এই সমস্যা সমাধানে কমিশন তিন মাস সময় নিয়েছে। তৃণমূলের অভিযোগ, দিল্লির নির্বাচন কমিশন অফিসে বসে আধার কার্ডের তথ্য কারসাজির মাধ্যমে বাংলার ভোটারদের নামের সঙ্গে অন্য রাজ্যের ভোটারদের নাম যুক্ত করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ডুপ্লিকেট এপিক নম্বর থাকা মানেই কারচুপি নয়, তবে বিভ্রান্তি দূর করতে তারা দ্রুত ব্যবস্থা নেবে। এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে, যেখানে তৃণমূল এটিকে ষড়যন্ত্র বলছে, আর কমিশন এটিকে প্রশাসনিক জটিলতা হিসেবে দেখছে।

ভেঙে পড়ল বুলেট ট্রেনের জন্য নির্মীয়মাণ সেতু, বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা।

2024-11-05

উত্তরের হাওয়া, ৫ নভেম্বেরঃ ভয়াবহ দুর্ঘটনা! ভেঙে পড়ল বুলেট ট্রেনের জন্য নির্মীয়মাণ সেতু, বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা। গুজরাতে ভয়াবহ দুর্ঘটনা। তৈরির সময়েই ভেঙে পড়ল বুলেট ট্রেন চলাচলের জন্য নির্মীয়মান সেতু। ঘটনাটি ঘটেছে গুজরাতের আনন্দে। ভাসাড়ের কাছে শ্রমিকরা বুলেট ট্রেনের জন্য সেতু নির্মাণের কাজ করছিলেন। সেই সময়ই হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই আনন্দ পুলিশ, দমকল বাহিনী এবং প্রশাসনিক কর্তারা উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে ক্রেন এবং অন্যান্য যন্ত্রপাতি দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই সময় বেশ কিছু শ্রমিক সিমেন্টের স্ল্যাবগুলির নীচে ছিলেন। সেতুটি ভেঙে পড়ায় বেশ কিছু শ্রমিক সেখানে আটকা থাকতে পারে বলে জানা গিয়েছে। ব্রিজের ভেঙে পড়া অংশের নীচ থেকে ইতিমধ্যেই একজন শ্রমিককে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে, আরও বেশ কয়েক জন শ্রমিক আটকে থাকতে পারেন।

স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে করা হল পঁচাত্তর হাজার টাকা

2024-07-23

উত্তরের হাওয়া, ২৩ জুলাই: অপরিবর্তিত রইল আয়কর, আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বেতনভোগী সাধারণ নাগরিক এখনও পর্যন্ত নতুন করব্যবস্থাকে সেভাবে গ্রহণ করেননি। বিশেষ করে বেতন পান যাঁরা। তাই ২৫ লক্ষের বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ কর আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে কেনাকাটাও বাড়বে, সঙ্গে মানুষ সঞ্চয়ের দিকেও এগেবোন বলে ধারণা অর্থনৈতিক বিশেষজ্ঞদের। ইনকাম ট্যাক্স নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হল ৭৫ হাজার টাকা। এছাড়া এমন কিছু পরিবর্তন করা হল যাতে, নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ করতে পারবেন করদাতারা। নতুন আয়কর কাঠামোয় কর জমা দিলে , ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫% আয়কর দিতে হবে। ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০% আয়কর দিতে হবে। ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫% আয় দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০% আয়কর দিতে হবে। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর। পুরনো ট্যাক্স কাঠামোয় আলাদ করে কোনও পরিবর্তনও করা হল না, সুরাহা করা হল না। সেইসঙ্গে ঘোষণা, সময়ে TDS না দিলে অপরাধ নয়। এছাড়া ক্যাপিট্যাল গেনে ছাড় ১ লক্ষ থেকে বাড়িয়ে করা হল ২.২৫ লক্ষ। বাজেটে ই-কমার্সের উপর TDS কমানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস দিলেন সীতারমণ। দেরিতে আয়কর জমা দিলে তুলনায় কম জরিমানা। জানিয়ে দিলেন অর্থমন্ত্রী।

এডিজি বিএসএফ গুয়াহাটি সীমান্তের অধীনে কোচবিহার আন্তর্জাতিক সীমান্তের অপারেশনাল প্রস্তুতির পর্যালোচনা

2024-03-29

উত্তরের হাওয়া, ২৯ মার্চঃ শ্রী রবি গান্ধী, ADG, পূর্বাঞ্চলীয় কমান্ড, বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ গোপালপুর সেক্টর কোচবিহার সফরের সময়, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং বিএসএফ-এর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেন আজ। এডিজি বিএসএফ সেক্টর হেড কোয়ার্টার বিএসএফ গোপালপুর পরিদর্শন করেন যেখানে তাকে এলাকার বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ, বাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং ভারত-বাংলাদেশ সীমান্তে এই চ্যালেঞ্জ মোকাবেলার ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। তিনি বিএসএফ-এর গোপালপুর ও কোচবিহার সেক্টরের দায়িত্বের এলাকায় বিদ্যমান নদীপথ এবং বেড়িবিহীন সীমান্তের পরিস্থিতিও খতিয়ে দেখেন। শ্রী রবি গান্ধী, ADG সীমান্ত পরিদর্শন করেছেন মোতায়েন করা বর্ডারম্যানদের সাথে মতবিনিময় করেন এবং চ্যালেঞ্জিং পরিবেশে সীমানা রক্ষায় তাদের অক্লান্ত প্রচেষ্টা এবং তাদের নিষ্ঠার প্রশংসা করেছেন।

গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

2024-03-21

উত্তরের হাওয়া, ২১মার্চ: ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এই ঘটনা ঘটল। আর স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। সূত্রের খবর আজ সন্ধে ৬টা নাগাদ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে যায় ইডি। তারপরই দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরা শুরু করে তাঁরা। কেজরিওয়ালকে বারবার হেডকোয়ার্টারে নিয়ে যেতে চাইছিল ইডি। কিন্তু তাতে রাজি হননি অরবিন্দ কেজরিওয়াল। এদিকে খবর পেয়েই কেজরিওয়ালের বাড়ির সামনে ভিড় করতে শুরু করেন আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। ২ ঘণ্টা কেজরিওয়ালকে জেরা করার পরেই তাকে গ্রেফতার করে ইডি।

লোকসভার ভোট ঘোষণা শনিবার

2024-03-15

উত্তরের হাওয়া, ১৫ মার্চ: জল্পনার অবসান। আগামীকাল শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। আজ শুক্রবার কমিশনের তরফে এই খবর জানানো হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনারের দুটি পদ শূন্য ছিল। গতকাল নতুন কমিশনার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তার পরই আজ ভোট ঘোষণার সিদ্ধান্ত নিয়ে কমিশন। আগামীকাল শনিবার বিকেল ৩টার সময় নতুনদিল্লির নির্বাচন কমিশনের সদনে সাংবাদিক বৈঠক করে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে।

ফিলিস্তিনের সমর্থনে কোচবিহারে ঐতিহাসিক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল

2023-11-17

উত্তরের হাওয়া, ১৮ নভেম্বর: ফিলিস্তিনের নিপিড়িত মানুষের পক্ষে ও দখলদার অবৈধ রাষ্ট্র ইজরায়েল যেভাবে অনবরত ফিলিস্তিনের উপর হামলা চালাচ্ছে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে কোচবিহারে এক ঐতিহাসিক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের বন্ধুকামী মানুষ হিসেবে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শান্তিকামী মানুষদের উপস্থিতি জন প্লাবন তৈরি করে। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি সাব্বির হোসেন, নিপ্রমের গঠনতন্ত্রের রচিয়তা কাউসার আলম ব্যাপারী, রাজনীতি বিদ সম্রাট হক, ও আব্বাস আলী। নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি সাব্বির হোসেন বলেন _" আমরা অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই ও ইজরায়েলের দখলদারিত্ব বন্ধ হোক। ও আমেরিকা ও ব্রিটিশদের মদত পুষ্ট ইজরায়েল নিপাত যাক। ও আমাদের দেশের সরকার অবিলম্বে ফিলিস্তিনের পাশে দাঁড়াক।

রাজ্যে ফের ভূমিকম্প। কেঁপে উঠল আলিপুরদুয়ার

2023-11-08

উত্তরের হাওয়া, ৮ নভেম্ভর: রাজ্যে আবারও ভূমিকম্প (Earthquake)! এবার ভূমিকম্পে কেঁপে উঠল আলিপুরদুয়ার (Alipurduar) জেলা। বুধবার সকাল ১০:৫১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, রিখটার স্কেলে (Richter Scale) কম্পনের মাত্রা ৩.৬। শিলিগুড়িতেও (Siliguri) কম্পন অনুভূত হয়েছে বলে খবর। আলিপুরদুয়ার ছাড়াও অসমেও (Assam) ভূমিকম্প অনুভূত হয়েছে। ওই রাজ্যের হাইলাকান্দিতে কম্পন অনুভূত হয়েছে। সেখানে এদিন সকাল ১০টা ৫৯ মিনিটে ৪.১ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছে। উল্লেখ্য, শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিট নাগাদ দিল্লি-সহ পশ্চিমবঙ্গে (West Bengal) ভূমিকম্প অনুভূত হয়। সেই সময় কম্পনের তীব্রতা ছিল ৬.৪। ভূমিকম্পের উত্‍স স্থল ছিল নেপাল। যেটি লখনউ থেকে ২৫৩ কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে। সেই ভূমিকম্পে নেপালে (Nepal Earthquake) ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়। মৃত্যু হয় দেড়শো জনেরও বেশি লোকের। প্রচুর ঘর-বাড়ি ভেঙে পড়ে। আর তার ঠিক চার দিনের মাথায় আবারও কেঁপে উঠল পশ্চিমবঙ্গ। বুধবার ভূমিকম্প অনুভূত হতেই আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ। বারবার এই ধরনের ভূমিকম্পে রীতিমতো শঙ্কিত সকলেই। বিশেষজ্ঞরা দাবি করছেন, ভারতে আগামী দিনে ভয়ানক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। কারণ, হিমালয়ের (Himalaya) নীচে ভূকম্পন বলয় সক্রিয় হয়ে উঠেছে। যার জেরে ভারতীয় পাতের সঙ্গে ইউরেশীয় পাতের সংঘর্ষ শুরু হয়েছে। টেকটনিক প্লেটদের সংসারে লাগাতার অশান্তির কারণে দিল্লি বা উত্তর-পশ্চিম ভারত শুধু নয়, গোটা দেশেই ভয়ানক ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিকিমের প্রাকৃতিক দুর্যোগে মৃত সেনা জওয়ানের শেষকৃত্য সম্পন্ন রাষ্ট্রীয় মর্যাদার সাথে

2023-10-07

উত্তরের হাওয়া, ৭ অক্টোবরঃ রাষ্ট্রীয় মর্যাদায় সেনা জওয়ান এর শেষকৃত্য সম্পন্ন হলো। সিকিমের প্রাকৃতিক দূর্যোগে মৃত্যু হয়েছে ভারতীয় সেনা জওয়ান বিমল ওঁরাও এর । তিনি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মধু চা বাগানের বাসিন্দা । সিকিমের বন্যায় যে সব সেনা জওয়ানরা ভেসে যান, তার মধ্যে ছিলেন বিমল ওঁরাও। উল্লেখ্য জানা গেছে শুক্রবার তার দেহ নিয়ে আসা হয়েছে তার নিজের বাড়ি মধু চা বাগানের মুন্সি লাইনে । সিকিমে অবস্থিত আর্মি ক্যাম্পে তিনি কর্মরত ছিলেন। বুধবার দিন গজলডোবার তিস্তা নদী থেকে উদ্ধার হয় তাঁর দেহ। খবর পাওয়া পড়ে বৃহস্পতিবার তাঁর ভাই গিয়ে দেহ শনাক্ত করেন। এরপর তাঁর দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় । সেখান থেকে বিন্নাগুড়ি সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়।শ্রদ্ধাঞ্জলির পর মৃত জওয়ানের দেহ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, বিমলের মৃত্যুর খবর প্রকাশ হতেই শোকের ছায়া নেমে এসেছে মধু চা বাগানের সংলগ্ন এলাকায়। চোখের জল আটকে বাঁধ মানছে না পরিবারের সদস্যদের থেকে শুরু করে ওই এলাকার বাসিন্দারা। হ্যামিল্টণগঞ্জ বাসরা ঘাটে সমাধিস্থ করা হয়। শ্রদ্ধার সহিত শেষকৃত্য সম্পন্ন হয়।

2023-10-06

উত্তরের হাওয়া, ৬অক্টোবর, দিনহাটা : সিকিমের তিস্তা নদীর বন্যায় ভেসে যাওয়া দুইটি মৃতদেহ ভারতকে হস্তান্তর করল বাংলাদেশ। শুক্রবার ভারত বাংলাদেশের গিতালদহ সীমান্তে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। সেই মিটিং এ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পাশাপশি দুই দেশের পুলিস উপস্থিত ছিলেন। বাংলাদেশ বর্ডার গারর্ডস ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে মৃত দেহ দুইটি তুলে দিয়েছে। তিস্তা নদী তে ভেসে বাংলাদেশের লালমনির হাট এলাকায় মৃতদেহ দুটি ভেসে উঠে। স্থানীয়দের কাছে খবর পেয়ে লালমনি হাট থানা তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরে বি এস এফ কে খবর দেওয়া হয়। ৯০ নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পাপ্পু মিনাদিনহাটা থানার আধিকারিক রাজেন্দ্র তামাং সহ বি এস এফের শীর্ষ কর্তারা বাংলাদেশের সাথে ফ্ল্যাগ মিটিং করে । বাংলাদেশের লালমনিহাট থানার ওসি ওমর ফারুক, ১৫ নাম্বার বিজেবি কোম্পানি কমান্ডার শরিফুল ইসলাম হাজির ছিলেন। পরে দেহ হস্তান্তর করা হয়। কোচ বিহার জেলা পুলিস সুপার বলেন, দুটি মৃতদেহ বাংলাদেশ থেকে হস্তান্তর করা হয়েছে।

প্যান - আধার নাম্বার দিয়ে একাউন্ট সুরক্ষিত করতে গিয়েই টাকা খোয়ালেন দিনহাটার ব্যবসায়ী

2023-10-05

উত্তরের হাওয়া, ৫অক্টোবর: প্যান - আধার নাম্বার শেয়ার করেই ৫ লক্ষ ৩৬ হাজার টাকা খোয়ালেন দিনহাটার এক ব্যবসায়ী ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। দিনহাটা শহরের ৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা পেশার ব্যবসায়ী সজল দাসের একাউন্ট থেকেই বুধবার সকাল থেকেই দফায় দফায় ৫ লক্ষ ৩৫ হাজার টাকা বের করা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী সজল দাস। মঙ্গলবার বিকেল নাগাদ সজল দাসের মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। এরপরেই সেই ফোনের ওপারে থাকা একজন নিজেকে ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে তার কাছ থেকে আধার কার্ড এবং প্যান কার্ড নম্বর জানতে চান। সজল বাবু কিছু না ভেবেই সেই ব্যক্তিকে তার প্যান কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর দিয়ে দেন। পরে বিষয়টি তার সন্দেহ হতেই সংশ্লিষ্ট ওই ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে গোটা বিষয়টি জানান এবং ব্যাংকের ম্যানেজার তাকে বলেন আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রয়েছে। ব্যাংক ম্যানেজারের কথায় আশ্বস্ত হলেও বুধবার তিনি নিজের একাউন্ট চেক করতে গিয়ে দেখেন তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা তোলা হয়েছে। মোট ৭ দফায় পাঁচ লক্ষ ছত্রিশ হাজার টাকা তোলা হয়েছে । ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে তিনি দিনহাটা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এমনটাই জানা গেছে দিনহাটা থানা সূত্রে। এদিকে সজল দাস নামে ওই ব্যবসায়ী জানান, ফোন করে তার কাছে বেশ কিছু তথ্য চাওয়া হয় এবং সেই মতো তিনি সেই তথ্যগুলি দিয়ে দেন ফোনের ওপারে থাকা এক ব্যক্তিকে। করে বেগতিক দেখে একাউন্ট সুরক্ষিত করা হলেও তারপরেও তার টাকা খোয়া গিয়েছে বলে তিনি জানান।

৪০০ টাকা কমবে রান্নার গ্যাসের দাম।

2023-08-29

উত্তরের হাওয়া, ২৮আগস্ট: সবার জন্য সস্তা রান্নার গ্যাস, ৪০০ টাকা ভর্তুকি। লোকসভা ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে ঘরোয়া সিলিন্ডারের দাম সবার জন্য ২০০ টাকা কমানো হয়েছে। সব ভোক্তারা এর সুবিধা পাবেন বলে রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। তাই তাঁরা সবমিলিয়ে ৪০০ টাকা ভর্তুকি পাবেন। সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অন্যদিকে, উজ্জ্বলা যোজনায় অন্তর্ভূক্ত গ্রাহকদের ইতিমধ্যেই

বাংলায় ফের ভোট ঘোষণা

2023-08-13

উত্তরের হাওয়া, ১৩ আগস্ট: ১৫ নং ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায় আজ, রবিবার আসন্ন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে প্রার্থী করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। উল্লেখ্য, প্রয়াত হয়েছেন ধূপগুড়ি কেন্দ্রের বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। ওই কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করা হয়। এর আগে এই কেন্দ্রের জন্য ভাওয়াইয়া শিল্পী ঈশ্বরচন্দ্র রায়কে নিজেদের প্রার্থী হিসাবে ঘোষণা করে সিপিএম।

কোচবিহার প্রধান ডাকঘর থেকে জাতীয় পতাকা সংগ্রহ করেন বিজেপির বিধায়ক সহ অন্যান্য কর্মী সমর্থকেরা

2023-08-12

উত্তরের হাওয়া, ১২ আগস্ট: আগামী ১৫ই আগস্ট দেশের তম স্বাধীনতা দিবস । আর স্বাধীনতার এই অমৃত মহোৎসব বর্ষে দেশের প্রতিটি বাড়িতেই জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বার্তা তে সাড়া দিয়েই আজ কোচবিহার প্রধান ডাকঘর থেকে জাতীয় পতাকা সংগ্রহ করেন বিজেপির বিধায়ক সহ অন্যান্য কর্মী সমর্থকেরা । আজ থেকে কোচবিহার জেলার প্রধান ডাকঘর সহ প্রত্যেকটি মহকুমা ডাকঘরে আগামী ১৫ই আগস্ট পর্যন্ত ২৫ টাকার বিনিময়ে জাতীয় পতাকা পাওয়া যাবে। এ বিষয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, প্রধানমন্ত্রীর বার্তা অনুযায়ী আজ আমরা জাতীয় পতাকা সংগ্রহ করতে আসলাম । আমরা সকলকেই আহ্বান জানাচ্ছি যাতে সকলে জাতীয় পতাকা সংগ্রহ করে এবং ১৫ ই আগস্ট প্রত্যেকে নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে ।

সাইবার সিকিউরিটি সম্পর্কে পড়ুয়াদের সচেতনতা বাড়াতে উদ্যোগ

2023-07-29

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৯ জুলাই: ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতনতা বাড়াতে বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সাইবার সিকিউরিটি আওয়ারনেস প্রোগ্রাম। বর্তমানে ডিজিটাল মাধ্যমে একটি আতঙ্কের নাম হল সাইবার ক্রাইম। শুক্রবার কোচবিহারের মোয়ামারী তত্ত্বনাথ বিদ্যাপীঠে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল। বর্তমান সময়ে সাইবার ক্রাইম কী? কীভাবে হচ্ছে এবং তার থেকে কীভাবে বাঁচা যাবে এই নিয়ে একটি বিশেষ সচেতনতা মুলক অনুষ্ঠান হয়। সেখানে নানা বিষয়ে আলোচনা করা হয়। আয়োজক দের পক্ষ থেকে কোচবিহারের স্বনামধন্য হ্যাকার ঋত্বিক রায় বলেন, সাইবার ক্রাইম থেকে আমরা কিভাবে বাঁচব, যেমন ফেসবুক প্রোফাইল হ্যাক হয়ে যাওয়া, ব্যাংক একাউন্ট হ্যাক হয়ে যাওয়া এবং তার প্রতিকার বিষয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ আলোচনা হয়। হ্যাক হয়ে যাওয়া বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে বাঁচবো এবং হ্যাক হওয়া থেকে আমরা কীভাবে দূরে থাকবো এই নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ সচেতনতা প্রচার করা হল। যাতে তারা এই নতুন যুগের নতুন বিপদ থেকে দূরে থাকতে পারে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে এই ডিজিটাল যুগে এমন আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সকলেই।

লড়াইয়ে হার মানল কোচবিহারের নির্যাতিতা কিশোরী, হাসপাতালে মৃত্যু

2023-07-26

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৬ জুলাই : দীর্ঘ ১০ দিনের লড়াই শেষে শেষমেষ মৃত্যুর কোলে ঢলে পড়ল কোচবিহারের নির্যাতিতা নাবালিকা ছাত্রী। বুধবার সকালে কোচবিহার জেলার ডেপুটি পুলিশ সুপার চন্দন দাস জানান, কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে এদিন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ১৪ বছরের নাবালিকা। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। ইতিমধ্যেই খবর পৌঁছেছে গ্রামের বাড়িতে। শোকস্তবদ্ধ পরিবার ও এলাকা। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের কঠোরতম সাজার দাবীও উঠছে সব মহলে। প্রসঙ্গত, অজ্ঞান এবং অচৈতন্য অবস্থায় চলতি মাসের ১৮ তারিখ ১৪ বছরের নাবালিকাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতাল থেকে উদ্ধার করে কোচবিহার পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত পাঁচজনকেই গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। ঘটনা সূত্রে জানা যায়, প্রায় দুই দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়েছিল নাবালিকাকে। ক্ষতবিক্ষত অবস্থায় তাকে প্রথমে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরবর্তীতে সরকারি তৎপরতায় তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসা শুরু হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ এবং একাধিক আঘাতের কারণে প্রথম থেকেই কোমায় ছিল নির্যাতনের শিকার নাবালিকা। এমন পরিস্হিতিতে এদিন সকালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।




Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2041199