রেল দুর্ঘটনায় প্রাণ গেল রেলকর্মীর, জখম আরও ৪ জন।
2025-06-20
উত্তরের হাওয়া, ২০ জুন: শুক্রবার দুপুরে কাটিহার জেলার মহারানি গ্রামের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনা। পূর্ব-মধ্য রেলের বারাউনি-কাটিহার শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন দ্রুতগতির অওধ-অসম এক্সপ্রেস (১৫৯১০) এসে ধাক্কা মারে লাইনে থাকা ট্রলিতে।
ধাক্কার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় রেলকর্মী প্রমোদ কুমারের, আহত হন আরও চারজন, যাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পাঁচজন রেলকর্মী কাজ করছিলেন লাইনে। চারজন ট্রলিতে বসা ছিলেন, আর একজন লাইনে কাজ করছিলেন। সেই সময় ট্রেন এসে ধাক্কা মারে পিছন থেকে।
রেল আধিকারিকদের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রশ্ন উঠছে— ট্রেন চলাচলের সময় কীভাবে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল এবং কেন পর্যাপ্ত সতর্কতা ছিল না।
দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রেল কর্তৃপক্ষ শোকপ্রকাশ করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে।