Sunday 25 January 2026


খবর

পুইনানের বিশ্ব ইজতেমায় উত্তরবঙ্গের বিশিষ্ট প্রতিনিধি দল, বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা।

2026-01-02

উত্তরের হাওয়া, ২ জানুয়ারি: হুগলি জেলার পুইনানে আয়োজিত ঐতিহাসিক ধর্মীয় মহাসম্মেলন তথা বিশ্ব ইজতেমায় অংশ নিল উত্তরবঙ্গের এক বিশিষ্ট প্রতিনিধি দল। শুক্রবার অনুষ্ঠিত এই পুণ্য সমাবেশে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ, পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের সদস্য রশিদুল হক, মাথাভাঙ্গা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল বাতেন, রিয়াজুল হক সহ উত্তরবঙ্গের আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা।

বিশাল আয়োজন ও লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ইজতেমাকে এক অনন্য মাত্রা দিয়েছে। সমগ্র দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের জমায়েত দেখে অভিভূত হন উত্তরবঙ্গের প্রতিনিধি দলের সদস্যরা।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কোচবিহার জেলা পরিষদের সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ বলেন, “জীবনের এই পর্যায়ে এসে এত বিশাল ইজতেমায় অংশগ্রহণ করার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। এখানে ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষা, মানবতার আদর্শ ও বিশ্ব শান্তির বার্তা তুলে ধরা হচ্ছে, যা বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক।”

পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের সদস্য রশিদুল হক বলেন, এই ধরনের ধর্মীয় সমাবেশ কেবল আধ্যাত্মিক চর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের মধ্যে মানবিকতা, সম্প্রীতি ও সহাবস্থানের মূল্যবোধ গড়ে তোলে। তাঁর মতে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রাখাই এই ইজতেমার মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন,“আমরা এখান থেকে বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে ফিরতে চাই। এই পুণ্য সমাবেশের অংশ হতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।”

পুইনানের এই বিশ্ব ইজতেমায় আয়োজিত বিভিন্ন বয়ানে ইসলাম ধর্মের মূল শিক্ষা, মানুষের সেবা, নৈতিকতা ও বিশ্ব শান্তির গুরুত্ব তুলে ধরা হয়। উত্তরবঙ্গ থেকে আগত এই প্রতিনিধি দলের উপস্থিতি ইজতেমার তাৎপর্যকে আরও গভীরতা দিয়েছে এবং উত্তরবঙ্গের সঙ্গে এই ঐতিহাসিক ধর্মীয় সমাবেশের এক শক্তিশালী যোগসূত্র স্থাপন করেছে।

সিতাই পঞ্চানন সংঘের ৫৫ তম শারদ উৎসবে সূচনা

2024-08-12

উত্তরের হাওয়া, ১২ অগাষ্ট: সিতাই পঞ্চানন সংঘের ৫৫ তম শারদ উৎসবে সূচনা হলো সোমবার। নবনির্বাচিত সংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এদিন খুঁটি পূজার মাধ্যমে সারথ উৎসবের শুভ সূচনা করেন। উপস্থিত ছিল ব্লক যুব সভাপতি বিশু রায় প্রামানিক সহ অন্যান্য ক্লাব সদস্যরা। পঞ্চানন সংঘ, সিতাই এর বুকে প্রতিবছর নতুন নতুন মন্ডপ ও আলোকসজ্জা উপহার দিয়ে আসছে। চলতি বছরও তার অন্যথা হবে না। শুধুমাত্র পূজা নয়, এলাকার প্রচুর সামাজিক কাজকর্মে এগিয়ে আসে এই ক্লাব। বিশেষ করে এলাকার অসুস্থ রোগীদের বৃদ্ধদের ওষুধ পৌঁছে দেওয়া থেকে শুরু করে তাদের সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ক্লাব সদস্যরা। পূজার মাধ্যমে সামাজিকভাবে কম খরচ কম বাজেটে সুন্দর পূজা উপহার দেওয়ায় তাদের লক্ষ্য বলে জানান বিশু বাবু।




Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2415866