নিগমনগর নিগমানন্দ মর্নিং ইউনিটের সাফল্য, কেন্দ্রীয় বাহিনীতে চাকরি পেল ১৩ জন যুবক।
2026-01-16
উত্তরের হাওয়া, ১৭ জানুয়ারি::নিগমনগর নিগমানন্দ মর্নিং ইউনিট থেকে কেন্দ্রীয় বাহিনীতে চাকরি পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেন মোট ১৩ জন যুবক। এই সাফল্যে এলাকাজুড়ে খুশির হাওয়া বইছে। চাকরিপ্রাপ্তরা হলেন সীমান্ত বর্মন, মানস বর্মন, চন্দন বর্মন, সুদীপ বর্মন, সৌরভ বর্মন, ছোটন সরকার, ভার্গব বর্মন, মুর্শিদ আলম, রাজীব রায়, রাজ বর্মন, বিক্রম বর্মন, গোপাল বর্মন ও অসীম বর্মন।
এই কৃতিত্বকে স্বীকৃতি জানাতে আজ একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মর্নিং ইউনিটের প্রধান উপদেষ্টা কৃষ্ণ কান্ত ভৌমিক, সভাপতি শিরীষ বর্মন, কোষাধ্যক্ষ প্রসেনজিত ভৌমিক। এছাড়াও মনোতোষ বর্মন, পাপাই বর্মন, কেশব সরকার, বিপ্লব বর্মন সহ বহু সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
চাকুরী প্রাপ্তরা জানান, নিয়মিত শরীরচর্চা, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আরও বেশি যুবককে কেন্দ্রীয় বাহিনীতে প্রস্তুত করার লক্ষ্যে নিগমানন্দ মর্নিং ইউনিট কাজ করে যাবে বলে জানানো হয়।